16 September, 2023

BY- Aajtak Bangla

ISL-এ ৯ তারকা গোলকিপার, সবচেয়ে দামি কে?

ISL-এ ৯ তারকা গোলকিপার, সবচেয়ে দামি কে?

কিছুদিন পরেই শুরু হচ্ছে আইএসএল। দেশের সর্বোচ্চ এই লিগে বেশ কয়েকজন নামি দামি গোলরক্ষক খেলছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে দামি কে?

ট্রান্সফার মার্কেটের বিপোর্ট অনুসারে সবচেয়ে দামি গোলকিপার মোহনবাগান সুপার জায়েন্টের বিশাল কাইত।

তাঁর স্যালারি ২.২ কোটি টাকা। মোহনবাগান এবারে  বড় বাজেটের দল গড়েছে। তার সঙ্গে দামি গোলরক্ষক সই করিয়েছে তারা।

এরপরেই রয়েছেন মুম্বই সিটি এফসি-র পূর্বা লাচেনপা। ২ কোটি টাকায় তাঁকে রেখে দেওয়া হয়েছে। মুম্বইও বেশ শক্তিশালী দল গড়েছে।

ওড়িশা এফসি-তে সই করা অমরিন্দরের বেতনও ২ কোটি টাকা। এবারে এএফসি কাপের গ্রুপ স্টেজে খেলবে ওড়িশা।

ইস্টবেঙ্গলের প্রভসুকান সিং গিল, গত মরশুমের সেরা গোলকিপার হয়েছিলেন। তিনিও ২ কোটি টাকায় লাল-হলুদে সই করেছেন।

তালিকায় রয়েছেন ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও। ১.৮ কোটি টাকা দিচ্ছে বেঙ্গালুরু এফসি।

মুম্বইয়ের আরও এক গোলকিপার নাওয়াজও রয়েছেন দামি গোলকিপারদের তালিকায়। ১.২ কোটি টাকা পাচ্ছেন তিনি।

জামসেদপুর এফসি-র গোলকিপার রেহেনেশও ১.২ কোটি টাকা পাচ্ছেন।

আই লিগ থেকে উঠে আসা পঞ্জাব এফসি-র গোলকিপার সিবিন রাজও ১.২ কোটি টাকা পাচ্ছেন।