14 JUNE, 2023
BY- Aajtak Bangla
IPL থেকেও অবসর ধোনির? ভাইরাল VIDEO-তে চাঞ্চল্য
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস এই মরশুমে আইপিএল জিতেছে।
ট্রফি জিতেও ধোনি বলেন, তিনি পরের মরশুমে খেলে ক্রিকেটকে বিদায় জানাতে চান।
ধোনি বলেন, এ ব্যাপারে ভাবার ক্ষেত্রে আরও ৮-৯ মাস সময় রয়েছে।
ধোনিকে নিয়ে আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেছে চেন্নাই, যা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে ফিরছেন মাহি, ভিডিওর ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, ‘ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন।‘
তবে ধোনি কি আবারও গোপনেই আইপিএল থেকেও অবসর নিয়ে নিলেন? এ নিয়েই প্রশ্ন করেন ফ্যানরা।
আইপিএল শেষ হওয়ার পরেই মুম্বই-এর কোকিলাবেন হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল ধোনির।
দু’টি বিশ্বকাপ সহ মোট তিনটি আইসিসি ট্রফি জিতেছেন ধোনি। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এমএসডি।
ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের আর কোনও ক্যাপ্টেন ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারেননি।
Related Stories
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
এই আংটি পরেই MI-এর বিরুদ্ধে নামবেন কোহলি, কেন?
ধোনির সঙ্গে থাকা এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?