11 January 2024
BY- Aajtak Bangla
মনিষী বা হিন্দু ধর্মের প্রচারক হিসেবে স্বামী বিবেকানন্দকে সকলেই চেনেন। কিন্তু ক্রীড়া ক্ষেত্রেও সমান দক্ষতা ছিল তাঁর।
কলকাতার টাউন ক্লাবের সামনে ছিল একটা মাঠ সেখানেই ক্রিকেট ও ফুটবল অনুশীলন করতেন স্বামী বিবেকানন্দ ও তাঁর সতীর্থরা।
ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে ইডেনে বল করে সাত উইকেটও নিয়েছিলেন তিনি। জানালেন কলকাতার টাউন ক্লাবের কর্তা দেবব্রত দাস।
তবে শুধু ক্রিকেট বা ফুটবল নয়, আরও নানা ধরণের খেলার প্রতি তাঁর ঝোঁক ছিল ছোটবেলা থেকেই
তরুণ বয়সে কুস্তি, রোয়িং, সাঁতার, ঘোড়দৌড় সমস্ত কিছুই খেলেছেন বিবেকানন্দ।
সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, কুস্তিগীর অম্বু গোহোর আখরায় তাঁর অধীনেই কুস্তি শিখেছিলেন বিবেকানন্দ।
বিখ্যাত কুস্তিগীর গোবর গোহোরের কাকা ছিলেন অম্বু।
কলকাতায় টাউন ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল বিবেকানন্দের। সঙ্গে ছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীও।
নগেন্দ্রপ্রসাদও অনেক খেলায় পারদর্শী ছিলেন বলে জানা যায়। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল।