18 September, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপের প্রমোশনে বলিউড স্টাইল, মন জিতলেন বিরাট-শেহনাজ

বিশ্বকাপের প্রমোশনে বলিউড স্টাইল, মন জিতলেন বিরাট-শেহনাজ

কিছুদিন পরেই ভারতে অনুষ্ঠিত হতে ভলেছে একদিনের বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট।

এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।

এই বিশ্বকাপ দেখানো হবে স্টার স্পোর্টসে। এর আগে দারুণ একটা ভিডিও প্রকাশ করেছে স্টার।

এই প্রোমোতে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার সঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলকে।

এশিয়া কাপে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। এবারের বিশ্বকাপেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত।

বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি

শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, 

কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব।