06 October, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপেও থাকছে রিজার্ভ ডে, কোন কোন ম্যাচে?

বিশ্বকাপেও থাকছে রিজার্ভ ডে, কোন কোন ম্যাচে?

২০২৩ সালের বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের ফাইনালে ওঠা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

তবে এখনও বর্ষা চোখ রাঙাচ্ছে গোটা দেশে। এর মধ্যেই বিশ্বকাপ। 

এশিয়া কাপেও বারেবারে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ফাইনাল ম্যাচেও রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছিল।

আইসিসি সেই কারণেই দুই সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ না হলে পরের দিন ম্যাচ হবে।

দুটি সেমিফাইনালেই রিজার্ভ ডে থাকবে। ফাইনাল ম্যাচটি ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং রিজার্ভ ম্যাচটি ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

১৫ নভেম্বর বুধবার মুম্বইয়ে ২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং পরদিন কলকাতায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে মোট ১০টি ভেন্যুতে। এর মধ্যে রয়েছে হায়দরাবাদ, আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, বেঙ্গালুরু, মুম্বই, ধর্মশালা, কলকাতা।

ভারতীয় দল রাউন্ড রবেন লিগে ৯টি ম্যাচ খেলবে। ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

প্রথম ম্যাচের পাশাপাশি, ফাইনাল ম্যাচ ও আরও তিনটি ম্যাচ খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।