21 JUNE, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ইডেনে?   

মনে করা হচ্ছিল, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচ। তবে তা নিয়ে আপত্তি জানিয়েছে PCB। বিকল্প প্রস্তাবও দিয়েছে তারা।

জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, আহমেদাবাদের জায়গায় এই ম্যাচ অনুষ্ঠিত হোক কলকাতার ইডেন গার্ডেন্সে।

গ্রুপ পর্বের ম্যাচ তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে না এমনটাই জানিয়েছিল পাক বোর্ড। এশিয়া কাপ আয়োজন নিয়েও দীর্ঘদিন টালবাহানা চলেছে।

শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই সায় দিয়েছে ACC। এরপর থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আপত্তির কথা জানায় পাক বোর্ড।

তবে তাদের মূল আপত্তি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা নিয়ে। এই বিষয় ফের সমস্যা হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। 

পিসিবি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে দিতে হবে ইডেনে। আহমেদাবাদে তারা খেলতে রাজি নয়। এখনও আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, খসড়া সূচী অনুসারে ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাবর আজমদের বিরুদ্ধে রোহিতদের নামার কথা ১৫ অক্টোবর।

এর আগে আইসিসি বিশ্বকাপের খসড়া সূচী পাঠানোর পরেই আপত্তি জানিয়েছিল পিসিবি। তারা বলেছিল, এ ব্যাপারে এখনই কিছু জানানো যাবে না।

তবে এর জেরে সমস্যায় পড়তে হয়েছে আইসিসি-কে। এখনও ঘোষণা করা যায়নি বিশ্বকাপের সূচি।