BY- Aajtak Bangla

বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হারের জন্য দায়ী ভারত! কী যুক্তি রামিজ রাজার?

26 August, 2024

ভারতের কারণেই পাকিস্তান হেরে গিয়েছে। এমন অদ্ভুত অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রান করে এবং ১১৭ রানের লিড নেয়।

পাকিস্তান টিম দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে যায় এবং মাত্র ৩০ রান টার্গেট নিয়ে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে তুলে নেয় ওই রান।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টিম এখনও পর্যন্ত ১৫ টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা এটা প্রথম টেস্ট জিতল।

এই হারের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা টিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পাকিস্তান হারের জন্য ভারতীয় টিমকে দায়ী ঘোষণা করেন।

রামিজ বলেন যে পাকিস্তানি বোলাররা ব্যর্থ হয়েছেন,তার কারণ এশিয়া কাপ ২০২৩-এ। সেখানে ভারতীয় দল তাদের বেধড়ক মারে।

রামিজ বলেন ভারতের বিরুদ্ধে সুইঙ্গিং কন্ডিশনে আমাদের ফাস্ট বোলাররা যে মার খায়, সেখান থেকে বোলারদের আত্মবিশ্বাস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন এরপরে সমস্ত টিম বুঝে নেয় যে তাদের বোলিং এর বিরুদ্ধে অ্যাটাক করলে তারা খেই হারিয়ে ফেলে।