7 AUGUST, 2024

BY- Aajtak Bangla

সৌন্দর্যই হল কাল, অলিম্পিক ভিলেজ ছাড়তে হল সাঁতারুকে

প্যারিস অলিম্পিকে চমকে দেওয়ার মতো খবর এসেছে। প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা আলোনসোকে খারাপ আচরণের কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে।

যদিও ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লুয়ানাকে বাড়িতে পাঠানো হয়েছে, কারণ তাঁর অপার সৌন্দর্য দলের বাকি খেলোয়াড়দের বিভ্রান্ত করছে।

প্যারাগুয়েতে ফিরে আসার পর, লুয়ানা তার ভবিষ্যৎ পরিকল্পনা কী তা প্রকাশ করেনি। তবে সাঁতার থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন।

লুয়ানা অলিম্পিকের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি।

সাধারণভাবে অ্যাথলেটদের প্যারিস গেমসের সমাপ্তি না হওয়া পর্যন্ত ভিলেজে থাকতে দেওয়া হয়।

তবে এক্ষেত্রে লুয়ানাকে ঘর খালি করতে বলা হয়েছিল। ফলে তাঁকে ফিরে যেতে হয়েছে বাড়িতে।

জাতীয় দলের ম্যানেজার দাবি করেছেন তাঁর উপস্থিতি পুরো প্যারাগুয়ের দলকে খারাপ ধারণা দিচ্ছে।

তবে, অলিম্পিক ভিলেজ ছেড়ে যেতে বলা হওয়ার বিষয়ে লুয়ানা নিজেও এখনও কোনো মন্তব্য করেননি।