31 March, 2024

BY- Aajtak Bangla

৩১ বলে হাফ সেঞ্চুরি পন্তের, ৯০৩ দিন পর ফর্মে ঋষভ

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্ত। আর সেখান থেকে ফিরে এসেই হাফ সেঞ্চুরি পন্তের।

দিল্লির অধিনায়ক প্রথম দু’টি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। ফর্ম ফিরে পেতে সময় লাগছিল তাঁর।

চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৫১ রান করেন পন্ত। তিনটি ছক্কা এবং চারটি চার মারেন তিনি।

পাথিরানাকে ১৯তম ওভারে দারুণ ব্যাট করেন পন্ত। আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পন্তকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।

বিশাখাপত্তনমের মাঠে ঋষভের অর্ধশতরানে ভর করে দিল্লি তুলল ১৯১ রান।

কিন্তু পর পর দু'ওভারে দুই ওপেনার আউট হয়ে যান। সেই সঙ্গে রানের গতিও ধাক্কা খায়।

চেন্নাই-এর পেসার পাথিরানা নজর কাড়েন। মিচেল মার্শ (১৮) এবং ট্রিস্টিয়ান স্টাবসকে (০) বোল্ড করেন তিনি।

ওয়ার্নারের উইকেটের ক্ষেত্রে মুস্তাফিজুরের থেকেও বেশি কৃতিত্ব পাথিরানার।

তিনি যে ভাবে লাফিয়ে এক হাতে ক্যাচ নিলেন তাতে অবাক হয়ে যান মহেন্দ্র সিংহ ধোনিও।