06 April, 2024
BY- Aajtak Bangla
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্রিকেট কতটা পছন্দের তা সকলেই জানে। দেশের ক্রিকেটের প্রসার ঘটাতে তিনি প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন।
দেশের ক্রিকেটকে গোড়া থেকে আরও উন্নত করতে ৩৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবেন। এমনই ঘোষণা করলেন ঋষি সুনাক।
সুনাক বলেন, 'আমি ক্রিকেট পছন্দ করি । ছোটোবেলায় স্থানীয় মাঠে হ্যাম্পশায়ারের খেলা দেখে ক্রিকেট খেলার প্রেমে পড়ি।
সুনাক ঘোষণা করেছেন তিনি ২০৩০ সালের মধ্যে ১০ লক্ষেরও বেশি শিশুদের ক্রিকেট খেলায় যুক্ত করেবেন।
এছাড়াও তিনি বলেন 'আমি ভীষণ গর্বিত যে আমি ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারছি। এতে ক্রিকেট স্কুলগুলি বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারবে।'
সুনাক বলেছেন যে , 'আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে মুখিয়ে আছি।'
আগামী পাঁচ বছরের জন্য ক্রিকেটে এই টাকা বিনিয়োগ হবে। ২০২৬ সালে ইসিবি আইসিসি ওমেন টি-টোয়েন্টি আয়োজন করবেন এমন আশ্বাস দিয়েছেন ঋষি সুনাক।
এই টাকা ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি ক্রিকেটারদের স্বাস্থ্যকর জীবনযাপনের উদ্দেশ্যেও বিনিয়োগ করা হবে এমন কথাও বলেছেন তিনি।
ঘোষণা করার পর ওভাল ক্রিকেট গ্রাউণ্ডে ফার্স্ট বোলার জেমস অ্যাণ্ডারসনের বলে ব্যাট করেন সুনাম।