26 April,, 2024
BY- Aajtak Bangla
ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা। বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, প্রচুর মানুষ এই খেলা দেখেন।
এই বিশেষ ম্যাচ নিয়ে সকলেই উত্তেজিত থাকেন। এই ম্যাচের আগে ভারতীয় দলের ক্রিকেটাররা কী করেন?
এখন আর দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, এশিয়া কাপ ও আইসিসি-র নানা টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয় ভারত-পাক।
ফলে সকলেই দীর্ঘদিন অপেক্ষা করে থাকেন এই বিশেষ ম্যাচের জন্য। আর এই ম্যাচের আগে কী হয় তা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।
লালরানটপকে দেওয়া সাক্ষাৎকারে সুরেশ রায়না বলেন, এই ম্যাচ আলাদা একটা ম্যাচ।
তিনি আরও জানিয়েছেন, ড্রেসিংরুমে এই ম্যাচের আগেই দেশভক্তি মূলক গান চলতে থাকে।
পাশাপাশি ক্রিকেটাররা দেশভক্তিমূলক সিনেমার ডায়লগও আওড়াতে থাকেন। এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এই ক্রিকেটার।
আসন্ন টি২০ বিশ্বকাপে ৯ জুন ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।