18 January 2024

BY- Aajtak Bangla

শেষ ওভারে রোহিত-রিঙ্কু নিলেন ৩৬ রান, টাই হওয়া ম্যাচ জিতল ভারত

বুধবার বেঙ্গালুরুতে ভারতীয় দল ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়।

রুদ্ধশ্বাস সেই ম্যাচে জয় পায় ভারতীয় দল। সুপার ওভারে ম্যাচ গড়ালেও প্রথমবার নিস্পত্তি হয়নি।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় দল ২২ রানে ৪ উইকেট হারিয়েছিল। এর পর রিঙ্কু সিংকে নিয়ে ইনিংস সামলান রোহিত শর্মা।

রোহিত-রিঙ্কু ৫ম উইকেটে ৯৫ বলে ১৯০ রানের জুটি গড়েন এবং ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ২১২ রানে নিয়ে যান।

ইনিংসের শেষ ওভারে রোহিত ও রিঙ্কুকে মারমুখী ফর্ম দেখা গিয়েছিল, যখন দুজনেই ফার্স্ট বোলার করিম জানাতকে বেধড়ক পেটান।

রোহিত এবং রিঙ্কু একসঙ্গে শেষ ওভারে ৫টি ছক্কা মেরেছেন এবং জনাত এই ওভারে মোট ৩৬ রান দেন, স্কোর ২০০ ছাড়িয়ে যায়।

প্রথম ৪ বলে ২ ছক্কা ও একটি চার মারেন রোহিত। একটি নো বলও ছিল। সিঙ্গেলের পর রিঙ্কু এসে পরপর ৩টি ছক্কা মারেন।

এভাবে শেষ ওভারে ৩৬ রান হয়। তবে আফগানরাও ছেড়ে দেয়নি। তারাও ২১২ রান করে।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ১৬ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানের বেশি করতে পারেনি ভারত।

দ্বিতীয় সুপার ওভারে ভারত শুরুতে ব্যাট করে ১৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তিন বলেই ২ উইকেট হারিয়ে ম্যাচ হারে আফগানরা।