06 October, 2023

BY- Aajtak Bangla

এটাই শেষ বিশ্বকাপ কোন কোন তারকার?

এটাই শেষ বিশ্বকাপ কোন কোন তারকার?

ICC ODI বিশ্বকাপ ২০২৩ শুরু হয়েছে ৫ অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। তবে এবার অনেক তারকা খেলোয়াড় তাদের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

৬ জন খেলোয়াড়ের মধ্যে ৩ ভারতীয়ও রয়েছে, তাদের নাম জেনে ফ্যানরা অবাক হতে পারেন। তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশ দলের। তাদের এটাই শেষ বিশ্বকাপ হতে পারে।

ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার বয়স এখন ৩৬ বছর। আগামী বিশ্বকাপে তার বয়স হবে ৪০। ফলে আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। 

প্রসঙ্গত, বিসিসিআই ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার হাতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বিশ্বকাপের পর রোহিতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। অবসরও নিয়ে নিতে পারেন রোহিত।

ভারতীয় তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের গত মাসে ১৭ সেপ্টেম্বর ৩৭ বছর বয়স হয়ে গিয়েছে। বিশ্বকাপে নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। 

 বিরাটের নাম শুনলে ভক্তরা নিশ্চয়ই একটু অবাক হবেন, কিন্তু সত্যিটা হলো আগামী বিশ্বকাপে খেলা খুবই কঠিন। কোহলি ৩৫ বছরে পড়তে চলেছেন। কোহলির ফিটনেস চমৎকার হলেও ৪ বছর পর কী হবে তা বলা মুশকিল।

অস্ট্রেলিয়া দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করতে পারেন। টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। এই বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নার। 

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ইংল্যান্ড বোর্ডের অনুরোধে তিনি অবসর ভেঙে বিশ্বকাপ খেলছেন। 

৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডার বেন স্টোকস বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। 

৩৬ বছর বয়সী তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। 

সম্প্রতি বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেখা যাবে সাকিবকে। এর আগে ২০০৭, ২০১১, ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি।