19 January 2024
BY- Aajtak Bangla
কর্ণাটকের মুদেনাহাল্লিতে সাই কৃষ্ণান ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি টি-২০ প্রদর্শনী ম্যাচে খেললেন সচিন তেন্ডুলকর।
শুধু সচিন নন, মুথাইয়া মুরলিথরণ, মহম্মদ কাইফ, কেভিন পিটারসন, পার্থিব প্যাটেলও নেমেছিলেন এই ম্যাচে।
এই ম্যাচে সচিনের বিরুদ্ধে বল করতে আসেন প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তী মুরলিথরণ।
তিনি বল করতে আসার আগে ১৫ বলে ২৭ রান করেন মাস্টার ব্লাস্টার। সচিনকে আবার মাঠে দেখায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
তবে বল করতে এসে প্রথম বলেই সচিনকে আউট করে দর্শকদের হতাশ করেন মুরলিথরণ।
ক্রিকেট ক্যারিয়ারে বহুবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন দুই কিংবদন্তী।
ক্রিকেটের বাইশ গজে বরাবর নিজেদের আধিপত্যের জানান দিয়েছেন দুজনই। একজন ব্যাট হাতে শাসন করেছেন প্রতিপক্ষ বোলারদের।
অপরজন বিপক্ষের বহু তাবড় তাবড় ব্যাটারকে নাজেহাল করেছেন।
ওয়ান ওয়ার্ল্ড দলের হয়ে তেন্ডুলকর ১৫ বলে ২৭ রান করেছিলেন। এরপর মুরলিথরণের বলে সাজঘরে ফেরেন মাস্টার ব্লাস্টার।