27 JUNE, 2025

BY- Aajtak Bangla

সৌরভের বাড়িতে  ডিনার সারার, কী কী খেলেন?

বেঙ্গল প্রো টি-২০ লিগের মঞ্চে উপস্থিত হয়েছিলেন সারা আলি খান ও আদিত্য রয় কাপুর। ডিনারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান তারা।

কলকাতায় দুই তারকা

সেখানেই বাঙালি খাবারে মন মজেছে সারা আলি খানের। এদিন ইডেনে খেলার মাঝেই ছিল তাদের সিনেমার প্রচারও।

সৌরভের বাড়িতে ডিনার

কিন্তু সকলের সবচেয়ে বেশি আগ্রহ ছিল সৌরভের বাড়িতে এই দুই তারকার ডিনার।

বেশি আগ্রহ মেনু নিয়ে

ইডেন গার্ডেন্সে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরই গঙ্গোপাধ্যায় বাড়িতে হাজির হয়েছিলেন দুই বলিউড তারকা।

সেখানেই একেবারে বঙালি রান্নায় আপ্লুত সারা আলি খান ও আদিত্য রয় কাপুর। সৌরভের বাড়ি থেকে বেড়িয়ে নিজেই সকলকে জানালেন সেই মেন্যুও।

কী কী খেলেন?

কী খেয়েছেন তারা। প্রশ্ন করতেই সারা জানিয়েছেন, আলুপোস্ত, মাছ, আম, দই, মিষ্টি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির আপ্যায়নে তারা মুগ্ধ।

মেনুতে যা ছিল

সেখানেই মহারাজের সঙ্গে খোশ গল্পও করেন তারা। সিনেমা থেকে ক্রিকেট, সবকিছুই ছিল সেই আড্ডায়।

সিনেমা নিয়ে আড্ডা

 সৌরভের বায়োপিক তৈরি হচ্ছে। ডাক পেলে অভিনয় করতেও প্রস্তুত সারা আলি খান।

বায়োপিকে অভিনয়