15 JUNE, 2023
BY- Aajtak Bangla
মাসাইমারার জঙ্গলে সারা, সচিন কন্যার ছবি VIRAL
কেনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দাপট দেখাচ্ছেন সারা।
IPL-এর সময় মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা যেত সারাকে। ভাই অর্জুনের দলের ম্যাচ দেখতে আসতেন তিনি।
IPL শেষ হওয়ার পর এবার আফ্রিকা সফরে সারা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ছবিগুলোতে দারুণ লাগছে সচিন কন্যাকে।
গরমের মধ্যে সাদা-কালো পোশাকে দেখা যাচ্ছে সচিন কন্যাকে। একাধিক ছবি শেয়ার করেছেন সারা।
পাশাপাশি দেখা যাচ্ছে, মাসাইমারার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সিংহ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারার বন্ধু ইমরা নাজেরি।
সারা বরাবরই ঘুরতে খুব ভালবাসেন। লন্ডনে থাকলেও বিভিন্ন সময় তাঁকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যায়।
আইপিএল-এর সময়ও তাঁকে গোয়ায় ঘুরতে যেতে দেখা গিয়েছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে।
সারাকে নিয়ে নানা সময় নানা ধরনের গুঞ্জন শোনা যায়। শোনা যায়, তিনি নাকি ভারতীয় দলের ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে প্রেম করছেন।
যদিও এই সমস্ত রটনাকে আমল দেননি সারা। গিলও এই ব্যাপারে আলাদা করে মুখ খোলেননি।
Related Stories
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
SRH-এর এই বোলার দুই হাতে বল করেছেন... IPL অভিষেকেই রেকর্ড
ধোনির সঙ্গে থাকা এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?