23 JUNE, 2023

BY- Aajtak Bangla

মেসির ৭ রেকর্ড, যার ধারে কাছে নেই রোনাল্ডোও

প্রায় দুই দশক ধরে পেশাদার ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনা হোক বা আর্জেন্টিনার জাতীয় দল, মেসি মানেই রেকর্ডের ছড়াছড়ি

পিএসজি ছাড়ার পর মেসি এবার সই করতে চলেছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। ইতিমধ্যেই সেই কথা ঘোষণা করেছেন সুপারস্টার ফুটবলার

মেসির জন্মদিনে দেখে নেওয়া যাক মেসির সেরা সাত রেকর্ড, যা ছোঁয়া কার্যত অসম্ভব অন্য কোনও ফুটবলারের পক্ষে

এখনও অবধি ক্লাব ফুটবলে মেসি জিতেছেন ৩৪টি ট্রফি। যার মধ্যে বেশিরভাগই বার্সেলোনার হয়ে।

কাতার বিশ্বকাপে ৫ বার সেরা ফুটবলারের শিরোপা জিতেছিলেন মেসি। এর আগে পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আর্জেন রবেনের সঙ্গে যুগ্মভাবে ৬ বার ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। সব গোলই ছিল বার্সেলোনার হয়ে।

ভিডিও গেমসের কভারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে মেসির মুখ। এখনও অবধি ১০টি ভিডিও গেমসের কভারে দেখা গিয়েছে তাঁর মুখ।

বার্ষিক আয়ের ক্ষেত্রেও সকলকেই টেক্কা দিয়েছেন মেসি। আল নাসেরে সই করে রোনাল্ডো অনেক টাকা পেলেও, মেসি এখনও আয়ের নিরিখে এগিয়ে।

বার্সেলোনার হয়ে লা লিগায় ৫২০টি ম্যাচ খেলেছেন মেসি। ২০০৪ সাল থেকে ২০২১ সাল অবধি খেলে এই রেকর্ড গড়েন তিনি।