04 April, 2024
BY- Aajtak Bangla
শাহরুখ খান ও জুহি চাওলা একে অপরের সঙ্গে প্রচুর ছবি করেছেন। বাস্তব জীবনেও তাঁরা খুব ভাল বন্ধু।
বন্ধু হওয়ার পাশাপাশি শাহরুখ ও জুহি ব্যবসায়িক অংশীদারও। দু'জনেই IPL দল 'কলকাতা নাইট রাইডার্স'-এর কো ওনার।
জুহি এবং শাহরুখকে প্রায়ই স্টেডিয়ামে একসঙ্গে তাদের দলকে। চিয়ার আপ করতে দেখা যেত।
এবার শাহরুখকে নিয়ে বড় কথা জানালেন জুহি চাওলা। তিনি বলেন, কিং খানের সঙ্গে ম্যাচ দেখার অভিজ্ঞতা একেবারেই ভাল নয়।
জুহি চাওলা বলেন, 'আমাদের দল যখন ভালো পারফর্ম করে না, তখন ওর সমস্ত রাগ আমার উপর তুলে নেয়।'
তিনি আরও বলেন, 'আমি ওকে বলি দলের সঙ্গে গিয়ে কথা বলতে, আমার সঙ্গে নয়। অতএব, আমরা দুজনেই একে অপরের সঙ্গে ম্যাচ দেখার জন্য পারফেক্ট নই।'
তবে মাঠে না গেলেও, টিভিতে চোখ রাখেন জুহি। বলেন, 'IPL সবসময়ই উত্তেজনাপূর্ণ। আমরা সবাই টেলিভিশনের সামনে বসে থাকি।'
অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ফ্রাইডে নাইট প্ল্যান এবং ওয়েব সিরিজ দ্য রেলওয়ে ম্যান ছবিতে।