17 January 2024

BY- Aajtak Bangla

ভারতের এই ক্রিকেটারের প্রেমকাহিনী হার মানাবে বলিউডের সিনেমাকেও

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে শিবম দুবে। প্রথম দুই ম্যাচেই হাফ সেঞ্চুরির করেছেন শিবম।

বিস্ফোরক ইনিংস খেলে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত শিবম দুবে। ২০২১ সালে বান্ধবী অঞ্জুম খানকে বিয়ে করেন তিনি।

দুজনেই দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে ডেট করছিলেন।  

বিয়ের ছবি পোস্ট করেছিলেন শিবম লিখেছিলেন, 'জীবন তখনই সুন্দর ... যখন জীবনকে সুন্দর করার মানুষটি সাথে থাকে...'

যেহেতু, শিবম দুবে এবং তাঁর স্ত্রী দুই ভিন্ন ধর্মের। তাই হিন্দু-মুসলিম রীতি অনুযায়ী তাদের দুজনের বিয়ে হয়।

একটি ছবিতে শিবম আর অঞ্জুমকে প্রার্থনায় হাত তুলতে দেখা গেছে। অপর ছবিতে শিবম ও অঞ্জুমকে মালা পরতে দেখা গিয়েছে।

অঞ্জুম খান উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক হন।

অঞজুম অভিনয় ও মডেলিংয়ে খুবই আগ্রহী। হিন্দি সিরিয়াল ছাড়াও তিনি মিউজিক অ্যালবামেও কাজ করেছেন।

শিবম মুম্বইতে বড় হয়েছেন। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শিবমের।