20 AUG, 2023
BY- Aajtak Bangla
শোয়েব আখতার বিরাট কোহলিকে একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের পেসার বলেন, কোহলির উচিত একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে টেস্টে মন দেওয়া। যাতে সচিনের ১০০টা শতরানের রেকর্ড ভাঙতে পারে।
এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘বিরাট সমস্ত ফরম্যাটেই খেলতে পারে।’
শোয়েব বলেন, ‘আমার মনে হয় না বিরাটের এই বিশ্বকাপের পর আর একদিনের ক্রিকেট খেলা উচিত।‘
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় সব মিলিয়ে ওর আরও ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত।‘
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোহলিকে এই পরামর্শ দিয়েছেন ১০০টি সেঞ্চুরি করার জন্য।
বিরাট ১৫ বছরের কেরিয়ারে ২৫,৫০০ রান ও ৭৬টি সেঞ্চুরি করেছেন। সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় দুই নম্বরে।
সৌরভ জানান, ভারতকে এবারের বিশ্বকাপে শক্তিশালী দল বলেই মনে করেন তিনি। ট্রফি জেতার দাবিদারের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড।