24 Sep, 2024
BY- Aajtak Bangla
আইপিএলে নিলাম চলছে সৌদি আরবের জেড্ডাতে।
নিলামে উঠেছে সব বড় বড় নাম।
তার মধ্যে দেশি ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন দেশি ক্রিকেটাররা।
এর আগে গত আইপিএলে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলেন অজি তারকা মিচেল স্টার্ক।
এবার অবশ্য তিনি ১১ কোটি টাকায় বিক্রি হয়েছেন। তবে দেখার ছিল তাঁর গড়া রেকর্ড থাকে না ভেঙে যায়।
আইপিএল নিলাম শুরুর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় রেকর্ড।
নিলাম শুরু হতেই শ্রেয়স আইয়ারকে নিয়ে শুরু হয়ে যায় দড়ি টানাটানি।
শেষমেষ তিনি বিক্রি হন পঞ্জাব কিংসের কাছে। তিনি ইতিহাস গড়ে সর্বোচ্চ দর পান ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা।
যদিও তাঁর রেকর্ড টেঁকে মেরে কেটে দশ মিনিট। কারণ এরপর নিলাম ওঠে ঋষভ পন্ত।
তাঁর গড়া রেকর্ড ভেঙে ২৭ কোটিতে বিক্রি হন ঋষভ পন্ত। তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়েন্টস।