10 April, 2024
BY- Aajtak Bangla
রোহিত শর্মা এবং শ্রেয়াস আইয়ারকে সম্প্রতি কপিল শর্মার শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- তে দেখা গিয়েছে।
এই শোয়ের হোস্ট কপিল। রোহিত এবং শ্রেয়াসকে টিম ইন্ডিয়া এবং IPL নিয়ে নানা প্রশ্ন করেছিলেন।
রোহিত ও শ্রেয়াসও কপিল শর্মার প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন। শোতে উপস্থিত ছিলেন রোহিতের স্ত্রী রিতিকাও।
এ সময় কপিল শর্মা শ্রেয়াসকে জিজ্ঞেস করেন- ম্যাচের পর স্টেডিয়ামে আসা কোনো মেয়েকে খুঁজতে তিনি কি কখনো গেছেন?
এ বিষয়ে শ্রেয়াস বলেন- আমি তখন IPL-এর প্রথম সিজন রান করছিলাম, তখন আমি একটি খুব সুন্দরী মেয়েকে স্ট্যান্ডে দেখি। তারপর আমি ওকে হাই বলি।
শ্রেয়াস আরও বলেন- ওই সময় ফেসবুক বেশ জনপ্রিয় ছিল, সে সময় অনেকবার ফেসবুক চেক করতাম কোনো মেসেজ আসে কিনা। এ নিয়ে শ্রেয়সের সৎ উত্তরের প্রশংসা করেছেন কপিল।
এই শোতেই এর আগে মিনি স্কার্ট পরে নাচতে দেখা গিয়েছিল শ্রেয়াস ও রোহিত।
সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।