BY: Aajtak Bangla 

17 MARCH 2023

কীভাবে সোনমকে বিয়ের প্রস্তাব দেন সুনীল?

লুকিয়ে সোনামের নম্বর জোগাড় করেন সুনীল

সুব্রতর মেয়ের প্রেমে পড়েন ভারতের ক্যাপ্টেন। সুব্রত বুঝতেই পারেননি লুকিয়ে তাঁর মেয়ের ফোন নম্বর জোগাড় করে ফেলেছেন সুনীল। 

মেসেজে শুরু হয় প্রেম

এরপর শুরু হয় মেসেজ। কিশোরী বয়স থেকেই সুনীলের ফ্যান হয়ে যান মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের মেয়ে।

২০১৭ সালে বিয়ে হয় সুনীল-সোনামের

 ২০১৭ সালের নভেম্বর মাসে সোনামের সঙ্গে সুনীলের বিয়ে হয়। ১৩ বছর ধরে প্রেম করেছেন সুনীল-সোনাম। 

পিঙ্ক লেহেঙ্গা-চোলি পরা প্রেমিকার সামনে  বিয়ের প্রস্তাব দেন সুনীল। লজ্জা নিয়ে সোনম উত্তর দেন,
 'ইয়েস, আই উইল।' 

সোনামকে প্রস্তাব দেন সুনীল

বাঙালি নিয়ম মেনে গায়ে হলুদ হয় সুনীল-সোনামের। শুধু গায়ে হলুদ নয়, সমস্ত ক্ষেত্রেই ছিল বাঙালি বিয়ের ছোঁয়া। 

বাঙালি নিয়মে বিয়ে হয়

নেটফ্লিক্সে সিনেমা দেখেন

চরম ব্যস্ততার মধ্যেও সুনীল বাড়ি ফিরে বেশ কিছুটা সময় কাটান সোনামের সঙ্গে। রাতে স্ত্রীর সঙ্গে নেটফ্লিক্সে সিনেমা দেখেন তিনি।

ভারতের হয়ে ৮৪ গোল

 ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সুনীল। ৮৪টি গোল রয়েছ তাঁর। গোল সংখ্যায় রোনাল্ডো, মেসির পরই তিনি। 

শনিবার ফাইনাল

শনিবার ISL-এর ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে  বেঙ্গালুরু। বরের ম্যাচ দেখতে গোয়া পৌঁছেছেন সোনাম

ভারতের অন্যরম সেরা ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দার্জিলিং-এ জন্ম হলেও সুনীলের বড় হওয়া দিল্লিতে। কলকাতায় মোহনবাগানে (Mohun Bagan) সই করেন সুনীল। সেই সময় সবুজ-মেরুনের কোচ সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)।

Next: ম্যাচে জিতে মাঠেই প্রেয়সীকে চুমু! ভাইরাল মুহূর্ত