8 JULY, 2023
BY- Aajtak Bangla
আজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তিনি ৫১ বছরে পা দিলেন। তাঁর জন্ম হয়েছিল ১৯৭২ সালের ৮ জুলাই।
ক্রিকেট কেরিয়ারে অনেক রেকর্ড গড়েছেন সৌরভ, তার কয়েকটা এখনও ভাঙেনি। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অনেক সাফল্য পেয়েছে।
সৌরভকে গড অফ অফসাইড বলা হয়। এছাড়াও তিনি দাদা, প্রিন্স অফ ক্যালকাটা ও বেঙ্গল টাইগার নামে পরিচিত।
সৌরভের নেতৃত্বেই টিম ইন্ডিয়া ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল।
২০০১ সালে অস্ট্রেলিয়ার টানা ১৬ ম্যাচ জয় আটকে দিয়েছিলেন অধিনায়ক সৌরভ।
সৌরভ প্রথম ভারতীয় অধিনায়ক, যাঁর নেতৃত্বে পাকিস্তানে ওডিআই ও টেস্ট সিরিজ জেতে ভারত।
সৌরভ-সচিনের ওপেনিং জুটি ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান এসেছে। যা এখনও রেকর্ড।
ওডিআই ক্রিকেটে পরপর চারবার ম্যাচ সেরা হয়েছিলেন সৌরভ। এটা আজও কেউ ভাঙতে পারেননি। ১৯৯৭ সালে সৌরভ এই রেকর্ড গড়েন।
৪৯টি টেস্টে সৌরভ অধিনায়কত্ব করেছেন, তার মধ্যে ২১টি ম্যাচে জয় পেয়েছে ভারত। একদিনের ক্রিকেটে ১৭৬টি ম্যাচে সৌরভ অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তার মধ্যে ৭৬টি ম্যাচ জিতেছে ভারত।
ওডিআই-তে সৌরভ ১১৩৬৩ রান করেছেন। নিয়েছেন ১০০টি উইকেটও।
টেস্ট ক্রিকেটে সৌরভ রান করেছেন ৭২১২, উইকেট নিয়েছেন ৩২টি।
সৌরভের স্ত্রীর নাম ডোনা গঙ্গোপাধ্য়ায়। তাঁর একমাত্র মেয়ের নাম ডোনা গঙ্গোপাধ্যায়।