BY- Aajtak Bangla
08 Sep, 2024
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে এখন তিনি বাংলার অন্যতম চর্চিত সঞ্চালক, ব্যবসাতেও নিজের জায়গা পাকা করেছেন তিনি।
এবার দিলেন মোটা টাকা কর। ২০২৩-২৪ আর্থিক বর্ষে সৌরভ গঙ্গোপাধ্যায় দিলেন মোটের ওপর ২৩ কোটি টাকা কর।
বর্ণময় ক্রিকেট কেরিয়ারে প্রচুর অর্থ উপার্জন করেছেন। এ ছাড়াও ব্যবসার ক্ষেত্রেও সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সফল একজন।
তাঁর সম্পত্তির আনুমানিক পরিমাণ ৮৫ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি। খেলা ছাড়ার পরেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালু এক বিন্দুও কমেনি।
ফলে এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন থেকেও প্রচুর আয় করেছেন। এ ছাড়া ধারাভাষ্য, টেলিভিশন শো, এডুকেশন অ্যাপেরও এনডোর্সমেন্ট তো রয়েছেই।
দাদাগিরি রিয়্যালিটি শো থেকেও তাঁর আয় নেহাতই কম নয়। সেখান থেকেও ভাল টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সৌরভ।
ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তাঁর প্রতিটা কাজ। কিছুদিন আগেই মধ্য কলকাতায় একটি ফ্ল্যাট কিনেছেন সৌরভ।
এছাড়াও তাঁর গ্যারেজে রয়েছে বিভিন্ন দামি গাড়ি।