13 JUNE, 2023
BY- Aajtak Bangla
'বোলিং নিলে কেন?' দ্রাবিড়কে কড়া প্রশ্ন সৌরভের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023)-এ অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হেরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
এহেন পরিস্থিতিতে হেড কোচ রাহুল দ্রাবিড়কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কঠিন প্রশ্ন সামলাতে হল।
রাহুল বললেন, আমরা যখন এখানে এলাম (দ্য ওভাল), দেখেছিলাম পিচে ঘাস রয়েছে। আকাশে মেঘ। আমরা ভেবেছিলাম, খেলা যত গড়াতে থাকবে, পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে।
সৌরভের দ্বিতীয় বাউন্সার রাহুলকে - ব্যাটারদের অ্যাভারেজ কিন্তু খুবই কম, কী বলবে এই বিষয়ে?
দ্রাবিড় তখন বললেন, ভাল মানের একাধিক প্লয়ার ৫ বা ৬ নম্বরে খেলছেন। প্রত্যেকেই ভাল পারফর্মার, আমি নিশ্চিত, ওঁরা খতিয়ে দেখবেন এবং নিজেদের সেরাটা দেবেন।
বিদেশের মাটিতে অন্যতম সফল প্রাক্তন ভারতীয় অধিনায়ক কার্যত প্রকাশ্যেই বিপাকে ফেললেন রাহুলকে।
একসময় রাহুল দ্রাবিড় নিজেও ভারতীয় দলের হয় অধিনায়কত্ব করেছেন।
টসে জিতে বোলিং নেওয়ায়, অনেক সমলোচনার সম্মুখীন হতে হয় রাহুল - রোহিতকে।
সামনে বিশ্বকাপ ইতিমধ্যেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।
Related Stories
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল?