09 June, 2023
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে বারতের ইনিংস শেষ হয়ে যায় ২৯৬ রানে।
প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। বিরাট কোহলি, পূজারারা দ্রুত আউট হন।
অজিঙ্কা রাহানে ৮৯ ও শার্দুল ঠাকুর ৫১ রান করেন। কিন্তু ের মধ্যেই ট্রোলড হতে থাকেন সৌরভ।
ধারাভাষ্য দেওয়ার সময়, সৌরভ বলেন, রোহিত শর্মার থেকে বিরাট অনেক ভালো ক্যাপ্টেন।
সৌরভ বলেন, ‘রোহিতের থেকে বিরাট আরও ভালোভাবে দলের বোলারদের ব্যবহার করত।‘
‘ভুলে গিয়েছেন, যে সময় কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন আপনিই ভিলেন ছিলেন।‘ এমনই সোশ্যাল মিডিয়ায় লেখেন এক ব্যবহারকারী
২০২১ সালের শেষে বিরাটের জায়গায় রোহিতকে অধিনায়ক করা হয়। সেই সময় BCCI সভাপতি ছিলেন সৌরভ।
বড় লিড নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে দ্রুত আউট করাই এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।