22 AUG, 2023
BY- Aajtak Bangla
দেশকে প্রথমবার মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই দুঃসংবাদ পেলেন স্পেনের মহিলা অধিনায়ক ওলগা কারমোনা।
তাঁর করা গোলের সুবাদেই ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কারমোনা।
এরপরই প্রয়াত হন কারমোনার বাবা। ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জানানো হয় এই খবর। এরপর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান কারমোনা।
ম্যাচ শেষে কারমোনা সোশ্যাল মিডিয়ায় লেখেন," জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি।‘
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "স্প্যানিশ ফুটবল ফেডারেশন জনায়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে ওলগা কারমোনার বাবার প্রয়াত হওয়ার খবর জানাচ্ছি।'
তারা আরও জানায়, ‘বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই ওলগাকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।‘
দারুণ গোল করেন কারমোনা। মাঝমাঠে ইংল্যান্ডের থেকে বল ছিনিয়ে নেয় স্পেন। সামান্য উঠে একেবারে বাঁ-প্রান্তে সুইচ করে দেওয়া হয়।
দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে যান স্পেনের অধিনায়ক কারমোনা। বক্সের বাইরে থেকে একেবারে সেকেন্ড পোস্টের নীচের দিকে বল রাখেন।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে।
এবার মুখে হালকা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগান। রাতের দিকে এই ফেসিয়াল করলে বেশি ভাল কাজ হবে।