22 JUNE, 2023
BY- Aajtak Bangla
'LOVE' সাইন, জামাইকে নিয়ে চিন্তায় সুনীল শেট্টি
চোটের জন্য ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না কেএল রাহুল। এখন NCA-তে রিহ্যাব করছেন তিনি।
সেখান থেকেই রিহ্যাবের কিছু পোস্ট করেছেন ভারতীয় দলের তারকা। সেখানে তাঁকে কঠোর অনুশীলন করতে দেখা যায়।
এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘এক সপ্তাহ হল’।
রাহুলের পোস্টে একটি ইমোজি পোস্ট করেছেন তাঁর শ্বশুর সুনীল শেট্টি।
এই বছরের শুরুতেই সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে বিয়ে করেন কেএল রাহুল।
এই বছরের আইপিএল-এর মাঝেই চোটের কবলে পড়েছিলেন রাহুল। এরপর লন্ডনে তাঁর অপারেশন হয়।
এশিয়া কাপের আগে সুস্থ হয়ে উঠবেন রাহুল। এমনটাই আশা ক্রিকেট ফ্যানদের।
এবারের এশিয়া কাপে খেলবে ছয়টি দেশ। ভারত তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায় গিয়ে।
ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেই জন্য এবারের এশিয়া কাপের আলাদা গুরুত্ব রয়েছে।
Related Stories
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল?
কেউ কোচ, কেউ এখনও খেলছেন; ২০১১ বিশ্বকাপ জেতা ক্রিকেটাররা কে কোথায়?