16 May,, 2024
BY- Aajtak Bangla
জুনের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী।
২০ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে প্রচুর ট্রফি জিতেছেন সুনীল।
তবে তাঁর গ্যরেজে কী কী গাড়ি রয়েছে জানেন? তাঁর গাড়ির কালেকশনও কিন্তু চমকে দেওয়ার মতো।
বিলাসবহুল গাড়ি অডি সহ একাধিক অফ-রোডিং করা যায় এমন SUV রয়েছে তাঁর সংগ্রহে।
সুনীল ছেত্রীর কালেকশনে থাকা সবচেয়ে দামি গাড়ি অডি এ ৬। এই গাড়ির দাম ৬০ থেকে ৭০ লক্ষ টাকা।
ভারতীয় বাজারে বিখ্যাত গাড়ি টয়োটা ফরচুনা রয়েছে সুনীলের গ্যারেজে। টয়োটার এই গাড়ির দাম ৪৫ লক্ষ টাকা থেকে শুরু।
দুর্ধর্ষ লুকের ফাইভ সিটার SUV কিয়া সেল্টোস শোভা পায় সুনীলের গ্যারেজে। এর দাম ১৯ লক্ষ্য ৬৫ হাজার টাকা।
৭ সিটার কিয়া ক্যারেন্সও রয়েছে তাঁর। এই গাড়ির অন-রোড দাম প্রায় ২১ লক্ষ টাকা।
শুধু তাই নয়, সুনীলের গ্যারেজে রয়েছে মহিন্দ্রা স্করপিও। এই গাড়ির দাম ১৬ লক্ষ ৮১ হাজার টাকা।