13 JUNE, 2023
BY- Aajtak Bangla
গোল করে প্রেগন্যান্ট সোনমকে সাফল্য উৎসর্গ সুনীলের
সোমবার ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে বল জামার মধ্যে ঢুকিয়ে নেন ভারতীয় ফুটবল অধিনায়ক
এরপর গ্যালারিতে থাকা স্ত্রী সোনমকে ফ্লাইং কিস দেন সুনীল। ম্যাচের পরে জানান তাঁর বাবা হওয়ার কথা।
সুনীলের সঙ্গে সোনমের বিয়ে হয় ২০১৭ সালে। সুনীল মোহনবাগানে খেলার সময় থেকেই কোচ সুব্রত ভট্টাচার্যের মেয়ের প্রেমে পড়েন।
ডিফেন্ডার সুব্রতকে দক্ষ স্ট্রাইকারের মতোই ড্রিবল করে এগিয়ে যেতে থাকেব সুনীল। ফলে প্রথমদিকে সুনীল-সোনমের সম্পর্কের ব্যাপারে বুঝতেই পারেননি সুব্রত।
সোমবার সুনীলের একমাত্র গোলে ভানুয়াটুর বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।
৮১ মিনিটে বাঁ দিক থেকে সেন্টার করেন শুভাশিস বসু। প্রীতম কোটাল সেই বলের ফ্রাইট মিস করলে তা আসে সুনীলের কাছে। বাঁ পায়ের জোরাল শটে বল জালে জড়ান।
তবে সুনীলের সতীর্থরাও অবাক ক্যাপ্টেনের এমন সেলিব্রেশন দেখে। তাঁরাও জানতেন না সুনীল বাবা হতে চলেছেন।
দেশের হয়ে ৮৬তম গোল করেই এই বার্তা দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
গোটা দেশের ফুটবল প্রেমীরাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
Related Stories
সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল?
এই আংটি পরেই MI-এর বিরুদ্ধে নামবেন কোহলি, কেন?
কেউ কোচ, কেউ এখনও খেলছেন; ২০১১ বিশ্বকাপ জেতা ক্রিকেটাররা কে কোথায়?
ধোনির সঙ্গে থাকা এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?