24 JUNE, 2023
BY- Aajtak Bangla
সানি লিওনের প্রিয় ফুটবলার বাংলার জামাই!
সানি লিওনকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তা ভালভাবেই জানেন তিনি নিজেও। আর সেই জন্যই ফ্যানদের প্রশ্ন করতে বলেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন তাঁর ফ্যানরা। আর সেগুলোই শেয়ার করেন বলিউড তারকা।
অ্যাডাল্ট ছবির তারকা থাকার সময় থেকেই তাঁর প্রচুর ফ্যান। আর সেখান থেকে বলিউডে পা রাখার পরও তাঁর ফ্যান কমেনি।
তার প্রমাণ পাওয়া যায়, সানির সোশ্যাল মিডিয়া পোস্টেই। পোস্ট করলেই একের পর এক লাইক কমেন্ট আসতে থাকে।
সানিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রিয় ফুটবলারের নাম কি?
অনেকের মনে হয়েছিল, লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে কাউকে বেছে নেবেন সানি।
কিন্তু সকলকে অবাক করে সুনীল ছেত্রীকে বেছে নেন সানি। ভারতীয় ফুটবলের তারকাকেই পছন্দ তাঁর।
কানাডায় জন্ম হলেও তিনি যে এখন পুরোপুরি ভারতীয় তার প্রমাণ পাওয়া গেল এই উত্তরেই।
প্রিয় ক্রিকেটার হিসেবে সানি বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে।
Related Stories
সৌরভের বাড়িতে ডিনার সারার, কী কী খেলেন?
বায়োপিকে কে অভিনয় করবেন? যা জানালেন এই বিশ্বকাপজয়ী
বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO