02 AUG, 2023
BY- Aajtak Bangla
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
২০ দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ইতিমধ্যে ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল।
ঘোষণা করা হল বিশ্বকাপের তারিখ। ২০২৪ সালের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে টি - ২০ বিশ্বকাপ।
টি -২০ বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ভেন্যু ঘোষণা করা হবে, এমনটাই জানা গিয়েছে।
বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনির মতো কিছু নতুন দল যুক্ত করা হয়েছে।
বিশ্বকাপে এই প্রথমবার ২০ টা দল খেলবে। এর আগে সর্বোচ্চ ১৬ টা দল ভাগ নিয়েছিল।
আপনারা তৈরি তো টি - ২০ বিশ্বকাপ ২০২৪ এর জন্য ?