29 JUNE, 2024
BY- Aajtak Bangla
চ্যাম্পিয়ন হয়েই অনুষ্কা, ভামিকাদের ভিডিও কল; বিরাট যেন পারফেক্ট 'ফ্যামিলি ম্যান'
ভারতের জন্য গর্বের মুহূর্ত। ভারতীয় ক্রিকেট দল ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ১৭ বছর পর টি২০ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
ভারত যখন বিশ্বকাপ জিতেছে, বিরাট কোহলিকে মাঠ থেকেই তাঁর সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা গিয়েছে।
বিরাট তাঁর জয়ের পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেও ভিডিও কলে কথা বলেন। তারপর ভামিকা এবং সবশেষে আকয়ের সঙ্গে।
আকায়ের সঙ্গে খেলতে দেখা গেছে কোহলিকে। তাকে একেবারে শিশুর মতো প্রতিক্রিয়া করতে দেখা গিয়েছে তাঁকে।
বিরাট 'চ্যাম্পিয়ন' হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকেই বলছেন, বাবারা এমনই হয়।
কেউ কেউ বলছেন, জয়ের পর বিরাট ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। এটাই দেখায় যে তিনি কতটা ফ্যামিলি ম্যান।
অনুস্কা ও বিরাট কয়েক মাস আগে ছেলে আকেকে জন্ম দিয়েছেন। তবে তারকা দম্পতি আকায় ও ভামিকা দু'জনকেই লাইম্লাইট থেকে দূরে রাখেন।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
একঝাঁক নতুন মুখ, ইংল্যান্ড সফরে ইন্ডিয়া টিমে কারা?
বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড