BY- Aajtak Bangla

ছোলে ভাটুরে দিয়ে দিল্লিতে ব্রেকফাস্ট, আর কী খাচ্ছেন বিরাট-রোহিতরা

4 July,, 2024

বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

বার্বাডোসে ঘূর্ণিঝড় বেরিলের কারণে, বেশ কিছুদিন আটকে থাকতে হয়েছিল রোহিতদের।

তাদের একটি বিশেষ চার্টার্ড বিমানে ভারতে আনা হয়েছিল। টিম ইন্ডিয়া বর্তমানে দিল্লির হোটেলে রয়েছে, যেখানে তাদের জন্য একটি বিশেষ ব্রেকফাস্ট তৈরি করা হয়েছে।

ক্রিকেটারদের পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যেরও যত্ন নিয়েছে। শেফ শিব নীত পাহোজা বলেছেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষভাবে ব্রেকফাস্ট তৈরি করেছি।'

যে খাবারগুলি ভারতীয় দলের ক্রিকেটাররা পছন্দ করেন তাই রাখা হয়েছে। তালিকায় রয়েছে ছোলে ভাটুরে। রয়েছে বাজরা দিয়ে তৈরি ডিশও।

বিশেষ চকলেটও ব্যবস্থা করা হয়েছে। হোটেলের ঘরে চকোলেটের তৈরি এমন অনেক খাবার থাকবে যা তারা পছন্দ করবেন বলে দাবি শেফের।

এছাড়াও টিম ইন্ডিয়ার জার্সির রঙে তৈরি হয়েছে বিশেষ কেক। পাহোজা জানান, এই কেকটি দেখতে অন্যরকম হলেও এটি সম্পূর্ণ চকলেট দিয়ে তৈরি।'

ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছলে ভক্তদের উৎসাহ ছিল দেখার মতো। অনেক ভক্ত ছিল যারা গভীর রাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন যাতে তারা চ্যাম্পিয়নদের দেখতে পান।

আজই মুম্বই উড়ে যাবে বিশ্বকাজয়ীরা। সেখানে এলাহি আয়োজন করেছে বিসিসিআই। ওয়াংখেড়ে সংলগ্ন মেরিন ড্রাইভে খোলা বাসে ভারতীয় দলকে নিয়ে প্যারেড হবে।