20 September, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। এশিয়া কাপের পর, আইসিসি একদিনের র্যাঙ্কিং-এ শীর্ষে উঠে এসেছেন ভারতের বোলার।
এর আগে নয় নম্বরে ছিলেন মহম্মদ সিরাজ। আর এবার এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন সিরাজ। এর ফলেই শীর্ষে উঠে এসেছেন তিনি।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ছয় উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ।
ফলে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে। জবাবে ১০ উইকেটে জয় পায় ভারতীয় দল।
শুরু থেকেই সিরাজ দাপট দেখাতে থাকেন। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ।
দারুণ বোলিং-এর পর গ্রাউন্ড স্টাফদের নিজের পুরস্কার মূল্য দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন সিরাজ।
অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডকে টপকে গিয়েছেন সিরাজ। অজি বোলার রয়েছেন দুই নম্বরে। তিন নম্বরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
৬৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন সিরাজ। বিশ্বকাপের আগে এটা আত্মবিশ্বাস জোগাচ্ছে ভারতীয় দলের এই বোলারকে।
একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বরে শাকিব আল হাসান।