29 November 2023

BY- Aajtak Bangla

বিয়ের আসর মাতালেন মুকেশের স্ত্রী, VIRAL দিব্যার নাচের VIDEO 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীনই বিয়ে সেরে ফেললেন টিম ইন্ডিয়ার পেসার মুকেশ কুমার। প্রথম দুই টি ২০ ম্যাচে খেলেছেন তিনি।

গুয়াহাটিতে তৃতীয় টি২০ ম্যাচের আগে বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বিয়ের জন্য ছুটি নিয়েছেন বাংলার ফাস্ট বোলার।

ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানান, 'মুকেশ কুমার জীবনের সব থেকে বড় ম্যাচ খেলতে গিয়েছেন। তাই গুয়াহাটিতে মাঠে নামতে পারেননি।'

বিয়ের অনুষ্ঠান সেরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে পুনরায় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারকা পেসার।

ব্যাকআপ হিসেবে পেসার দীপক চাহারকে বাকি সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে থাকবেন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

গত ফেব্রুয়ারিতে বাগদান সারেন দিব্যার সঙ্গে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের ছবি পোস্ট করেন তারকা পেসার।

মুকেশ প্রথম ম্যাচের শেষ ওভারে ৫ রান খরচ করেন। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ১০ রান দিলেও টিম ইন্ডিয়ার ম্যাচ জিততে সমস্যা হয়নি।

৫ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতলেও, তৃতীয় ম্যাচে হোঁচট খেতে হল ভারতকে। দারুণ সেঞ্চুরি করে অজিদের জেতান ম্যাক্সওয়েল।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২১ রান। প্রসিধ কৃষ্ণা ৪টি চার ও ১টি ছক্কা খাওয়ায় ভারতকে ম্যাচ হারতে হয়।

মুকেশের অভাব হাড়ে হাড়ে টের পান কোচ ভিভিএস লক্ষণ ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।