21 AUG, 2023

BY- Aajtak Bangla

মিডল অর্ডার শক্তিশালী, ডেবিউ-র অপেক্ষায় তিলক

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হল সোমবার। দলে সুযোগ পেয়েছেন তিলক ভর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন তরুণ ক্রিকেটার।

তবে ক্যারেবিয়ান সফরে সবচেয়ে বেশি রান করায় এশিয়া কাপে তাঁর ওপরেই আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে রবি শাস্ত্রী, সন্দীপ পাটিল, সৌরভ গঙ্গোপাধ্যায় তিলকের হয়ে সওয়াল করেন।

মনে করা হচ্ছিল, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার এশিয়া কাপে খেলতে না পারলে তিলক সুযোগ পাবেনই।

কিন্তু আগরকরের নির্বাচন কমিটি চমক দেখাল। চোট সারিয়ে রাহুল-শ্রেয়সের কামব্যাক হওয়ার পাশাপাশি এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে তিলককেও রাখা হয়েছে।

হায়দরাবাদের এই বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটারের এখনও একদিনের ফরম্যাটে অভিষেক হয়নি। এবারের আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন তিলক। মুম্বই দলের মিডল অর্ডার দারুণ ভাবে সামলেছিলেন তিলক ভর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে শুভমন গিল, ইশান কিষাণদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন তিলক।

অভিষেক সিরিজের দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান করেন। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে তিলকের ১৭৩ রান ছিল ভারতীয় দলের মধ্যে সর্বাধিক।

টপ অর্ডার হোক বা মিডল অর্ডার সব জায়গাতেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। আর সেই কারণেই ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন তিলক।