05 April, 2024
BY- Aajtak Bangla
ইস্টবেঙ্গলের ডিফেন্ডার তৃষা মল্লিক কিছুদিন হল IWL খেলে দত্তপুকুরে নিজের বাড়িতে এসেছেন।
আর তার কিছুদিন পরেই পেলন পোষ্যের মৃত্যু সংবাদ।
ফেসবুকে এ নিয়ে আবেগঘন পোস্ট করার পরেই ভাইরাল হয় তা। সকলেই সমবেদনা জানিয়েছেন লাল-হলুদ ক্যাপ্টেনকে।
পোস্টে তৃষা সেই পোষ্যের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, 'পরের জন্মে আবার আমার কাছে ফিরে আসিস...'
বাড়ি ফেরার পরে বেশ কিছু রিলস শেয়ার করেছেন তৃষা। নিজের ছোটবেলার ক্যাম্পে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে।
ইস্টবেঙ্গলের হয়ে এই মরসুমে কোনও ট্রফিই জিততে পারেননি তৃষা। কন্যাশ্রী কাপে রানার্স হয়েছে লাল-হলুদ।
IWL-এ ইস্টবেঙ্গলের অবস্থা বেশ খারাপ। সাত দলের মধ্যে ছয় নম্বরে শেষ করেছে তারা।
তবে নিজের স্কিলে সবাইকে মুগ্ধ করেছেন তৃষা।