BY- Aajtak Bangla
03 March, 2025
টি২০তে কামাল আগেই দেখিয়েছিলেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিংয়ের মাজা ভেঙে দিয়েছেন। তারপর থেকেই চর্চার শিরোনামে কেকেআরের রহস্য স্পিনার।
অথচ ২০২১ সালে এই দুবাইয়ের মাটিতেই থমকে গিয়েছিল বরুণের আন্তর্জাতিক কেরিয়ার। চার বছর পর সেই দুবাইয়েই নবজন্ম হল তাঁর। অথচ, ক্রিকেটার হওয়ার ইচ্ছাই ছিল না তাঁর। তিনি চেয়েছিলেন সিনেমা বানাতে। জানেন কি?
২০২১ সালে আইপিএলের পারফরম্যান্সের জন্য সে বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি। ভারতও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল।
সে বারের সঙ্গে এ বারের পরিবেশের যে কোনও মিল নেই তা স্বীকার করেছেন ভারতীয় স্পিনার। বরুণ বলেন, “সে বার খুব শিশির পড়ছিল। রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল। আমি যে খুব খারাপ বল করেছিলাম, তা নয়। কিন্তু আমরা জিততে পারিনি। কিন্তু এ বার আমরা ভাল ক্রিকেট খেলছি। জিতছি। তাই ভাল লাগছে।” ।
বরুণ রবিবারের খেলার পর সংবাদমাধ্যমকে জানান, প্রথম স্পেল করতে যাওয়ার সময় আত্মবিশ্বাস একটু কম ছিল। চার বছর আগের কথা মনে পড়ছিল। সেই সময় রোহিত, বিরাট, হার্দিক আত্মবিশ্বাস যুগিয়েছে . .
জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও হাল ছাড়েননি বরুণ। ঘরোয়া ক্রিকেট খেলেছেন। নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছেন। নতুন বল শিখেছেন। ফলে এখন অনেক বেশি অস্ত্র তাঁর কাছে রয়েছে। . .
গত মরশুমে আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে তাঁর বড় ভূমিকা ছিল। যা তাঁকে ফের ভারতীয় দলে এনে দেয়। তার উপর তাঁর সহায় হয়েছেন প্রাক্তন কেকেআর কোচ গৌতম গম্ভীর। . .
টি-টোয়েন্টিতে ভাল বল করেন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আচমকা সুযোগ আসতেই লাইমলাইট কেড়ে নেন তিনি।
শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ ছিলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখে শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালের বদলে তাঁকে নেওয়া হয়। বাকিটুকু ইতিহাস।
আপাতত নজর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ম্যাচে। সম্ভবত ৪ স্পিনার নিয়েই নামবে ভারত। যে দুবাইয়ে তাঁর কেরিয়ার শেষ হতে চলেছিল, সেই দুবাইয়েই নবজন্ম হল বরুণের।
গেটা ভারত এখন তাঁর দিকে তাকিয়ে রয়েছে, অজি বিক্রম থামানোর অন্যতম হাতিয়ারের জন্য।