BY- Aajtak Bangla

টি-টোয়েন্টিতে বিরল কীর্তি বিরাটের, বাবর-গেইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না

15 April, 2025

এই খেলোয়াড়ের নাম বিরাট কোহলি — আর তিনি আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি ‘রান মেশিন’। আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নিজের ব্যাটে ঝড় তুলে ৪৯ বলে ৭৭ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

 আর এই ইনিংসটাই তাঁকে পৌঁছে দিল এক ইতিহাসের মোড়ে — টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০তম অর্ধশতকের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি!

এশিয়ার মাটিতে এমন রেকর্ড কেউ কোনওদিন করেনি। তিনিই প্রথম এশিয়ান ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে ১০০টি ৫০-প্লাস ইনিংস খেলেছেন।

এটা শুধু একটা সংখ্যা নয় — এটা বিরাটের নির্ভরতা, ধারাবাহিকতা, আর টেম্পারমেন্টের সবচেয়ে বড় প্রমাণ।

ক্রিস গেইল (১১০টি) আর ডেভিড ওয়ার্নার (১০৯টি) এখনও এই তালিকার শীর্ষে রয়েছেন ঠিকই, কিন্তু বিরাট এখন ঠিক তাঁদের পেছনে নিঃশ্বাস ফেলছেন।

বাবর আজমও আছেন তালিকায়, তাঁরও আছে ১০০টি ৫০-প্লাস ইনিংস, কিন্তু বিরাটের ব্যাটিং স্টাইল, ম্যাচের পরিস্থিতি সামলানোর ক্ষমতা — এইসব জিনিস তাঁকে আলাদা করে দেয়।

এই ইনিংসে কোহলি মেরেছেন ১১টা চার আর ২টা বিশাল ছক্কা। ব্যাটে ছিল এক অন্যরকম দাপট। ম্যাচটা জিতুক বা হারুক, বিরাটের এই ইনিংস মন জয় করে নিয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর।

Fill in some text

বর্তমানে কোহলির নামের পাশে টি-টোয়েন্টিতে ৯টি শতক আছে। আর একটা করলেই, তিনিই হবেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান যাঁর ঝুলিতে থাকবে ১০টি টি-টোয়েন্টি সেঞ্চুরি!

ভারতীয় ক্রিকেটে চালু প্রবাদ। বিরাট, রেকর্ড গড়ে না, বিরাট কোহলি নিজেই একেকটা রেকর্ড!