11 AUG, 2023
BY- Aajtak Bangla
ইনস্টাগ্রাম থেকে বিরাট কোহলির আয় কত জানেন? সংখ্যাটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
পোস্ট পিছু ১৪ কোটি টাকা রোজগার করেন কিং কোহলি। বোর্ডের চুক্তি অনুসারে সাত কোটি টাকা পান বিরাট।
তারকাদের সঙ্গে অনেক সংস্থাই চুক্তি করে ইনস্টাগ্রামে তাদের বিজ্ঞাপন পোস্টের জন্য। এক একটি পোস্ট করার জন্য বিরাট ১৪ কোটি টাকা নেন।
এই তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেনলিয়োনেল মেসি।
রোনাল্ডো এক একটি পোস্ট করার জন্য ভারতীয় মুদ্রায় ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা নেন। মেসি নেন ২১ কোটি ৪৯ লক্ষ টাকা।
এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে একমাত্র ভারতীয় বিরাট। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ কোটি ৬০ লক্ষের বেশি।
বিরাটের পরে ইনস্টাগ্রাম থেকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টাকা আয় করেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি চার কোটি ৪০ লক্ষ টাকা পান।
বিরাটের ভক্ত শুধু ভারতে নয়, গোটা বিশ্বে রয়েছে। প্রায় আড়াই বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে গতবারের এশিয়া কাপ থেকে দারুণ ছন্দে বিরাট।
আগের থেকে ম্যাচও কম খেলছেন বিরাট। তাতেও জনপ্রিয়তা কমেনি বিরাটের। ৭৬টি আন্তর্জাতিক শতরানের মালিক তিনি।
২৫, ৫৮২ রান করেছেন। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকা বিরাট।