BY- Aajtak Bangla

আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!

15 April, 2025

এই খেলোয়াড়ের নাম বিরাট কোহলি — আর তিনি আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি ‘রান মেশিন’। আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আরও একটা দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ওয়ার্নারকে টপকে শীর্ষে: ডেভিড ওয়ার্নারের ৫৩টি ফিফটি+ ইনিংস ছাড়িয়ে গেলেন তিনি।

IPL ইতিহাসে সর্বোচ্চ ফিফটি+ ইনিংস: এখন IPL-এ সবচেয়ে বেশি ফিফটি+ স্কোরের মালিক কোহলি।

ব্যাটিংয়ে অনবদ্য ছন্দ: ম্যাচে তাঁর ব্যাটে ছিল আত্মবিশ্বাস, স্টাইল আর ক্লাসের নিখুঁত মিশেল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: ম্যাচের পর ‘#KingKohli’ ট্রেন্ড করে টুইটার-ইনস্টাগ্রামে।

ফ্যানদের উন্মাদনা: একজন ফ্যান লেখেন, “এই মানুষটা মাঠে নামে ইতিহাস গড়তে!”

ফর্মে ফিরেছেন কিং কোহলি: চলতি IPL সিজনে ধারাবাহিকভাবে রান করছেন বিরাট।

ম্যাচে নায়ক কোহলি: এই ইনিংস পাঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রাখে।

IPL-এর সত্যিকারের কিং: আরেকবার প্রমাণ করলেন—আইপিএলের মঞ্চে তিনিই রাজা।

'ক্লাস ইজ পার্মানেন্ট': বিরাট দেখিয়ে দিলেন, ফর্ম যাই হোক, তাঁর ক্লাস চিরকালীন।