23 May, 2023
IPL 2023-এ গত ২১ মে গুজরাত টাইটান্স (GT) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ৬ উইকেটে হারিয়ে দেয়।
যার জেরে বিরাট কোহলির দল RCB প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। RCB ভক্তরাও হতাশ।
চিন্নাস্বামী স্টেডিয়ামে সে দিন RCB ১৯৭ রান করেছিল।
ম্যাচের ৫ বল বাকি থাকতেই গুজরাত জিতে যায়। শুভমন গিল অনবদ্য ১০৪ রানের ইনিংস খেলেন। ৫টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।
শুভমন গিলের এই ইনিংসের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ ট্যুইট করেন, আমাদের দেশ কী জবরদস্ত প্রতিভার জন্ম দিয়েছে। বাঃ, শুভমন গিল। টানা দুটি সেঞ্চুরি। অসাধারণ প্রতিভা!
সৌরভের এই ট্যুইটের পরেই কোহলি ভক্তরা সৌরভকে টার্গেট করা শুরু করেছে। বিরাট ভক্তদের বক্তব্য, গিলের প্রশংসা করলেন, আর কোহলিকে বাদ দিলেন?
এক ভক্ত সৌরভের ট্যুইটে লিখেছেন, আপনি আপনার ট্যুইটে বিরাট কোহলিরও প্রসঙ্গ আনতে পারতেন।
আরেক ইউজার লিখেছেন, দাদা, একটু বড় মনের পরিচয় দিন। আপনি ভারতীয় ক্রিকেটের দাদা। কোহলিরও প্রশংসা প্রাপ্য।
সৌরভ এর আগে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়েরও প্রশংসা করে ট্যুইট করেছিলেন।
কোহলি IPL 2023-এ ১৪টি ম্যাচে ৫৩.২৫ গড় রান রেটে ৬৩৯ রান করেছেন। ১৩৯.৮২ স্ট্রাইক রেট।
আইপিএল-এ ৭ হাজারের উপর রান করা একমাত্র ব্যাটার বিরাট কোহলি। ২৩৭টি ম্যাচে মোট রান ৭ হাজার ২৬৩।