বিরাট VS গম্ভীর, মারপিটটাই শুধু বাকি ছিল?

2 May, 2023

গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে বিবাদ কার্যত স্পষ্ট করে দেয়, তাঁদের দুজনের সম্পর্ক মোটেও ভালো নয়। 

ম্যাচ শেষে সব খেলোয়াড় একে অপরের সঙ্গে হাত মেলায়। কোহলি ও গম্ভীর একে অপরের সঙ্গে করমর্দন করেন।

কিন্তু তারপরই  বিরাট কোহলি, লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর, লখনউয়ের খেলোয়াড় নবীন-উল-হক নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। 

ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। আর তা এতটাই উত্তপ্ত হয় যে, বাকি খেলোয়াড় ও কর্মীদেরও হস্তক্ষেপ করতে হয়।

ভিডিওতে লখনউ দলের অমিত মিশ্র, বিজয় দাহিয়া, কেএল রাহুল এবং বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও হস্তক্ষেপ করতে দেখা যায়।

একানা স্টেডিয়ামের অনেক ভাইরাল ফুটেজ সামনে আসে। সেই ভিডিওতে দেখা যায়,ফিল্ডিংয়ের সময় বিরাট কোহলি বেশ উৎসাহী।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, বিরাট কোহলি ১৭তম ওভারে LSG-র ইনিংসের সময় ব্যাটসম্যান নবীন-উল-হককে উদ্দেশ্য করে কিছু বলেন।

ম্যাচের আরও একটি ফুটেজে দেখা যায়, কেএল রাহুল নবীনকে তাঁর কাছে ডাকছেন। রাহুল চেয়েছিলেন দুজনের মধ্যে বিবাদ মিটে যাক। সেজন্য তিনি বিরাট কোহলির সঙ্গে কথাও বলেন।

তবে কোহলি ও গম্ভীরের লড়াই প্রথম নয়। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তখনও দুজনের মধ্য়ে তর্কাতর্কি হয়।