17 june, 2023
BY- Aajtak Bangla
আয়ের দিক থেকে সেঞ্চুরি বিরাটের, কোহলির রোজগার কত?
আয়ের দিক থেকে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়েছে ১০০ কোটি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হলেও আয়ের ক্ষেত্রে ভাটা পড়েনি বিরাটের।
স্টক গ্রে নামে এক সংস্থার দাবি, ১০৫০ কোটি টাকার সম্পদ রয়েছে বিরাটের।
ক্রিকেট থেকে তো বটেই, পাশাপাশি রেস্তোরাঁ, ব্র্যান্ড এন্ডোসমেন্টের থেকেও প্রচুর টাকা রোজগার করেন ভারতীয় দলের তারকা ব্যাটার।
বিসিসিআই-এর A+ গ্রেডে থাকায় বছরে সাত কোটি টাকা রোজগার করেন বিরাট।
আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে ১৫ কোটি টাকা পান বিরাট।
সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় হওয়ায়, প্রচুর টাকা রোজগার করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন।
ইনস্টাগ্রামে একটা পোস্ট করলে ৮.৯ কোটি টাকা পান বিরাট। ট্যুইটারে পোস্ট করলে পান ২.৫ কোটি টাকা করে।
ব্র্যান্ড এন্ডোসমেন্ট করে ১৭৫ কোটি টাকা রোজগার করেন বিরাট। এর পাশাপাশি কিছু কোম্পানিতে বিরাটের বিনিয়োগও রয়েছে।
Related Stories
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল?