BY- Aajtak Bangla

বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি

12 MAY, 2025

বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিলেন। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আর এবার সেই গুঞ্জন সত্যি হয়ে গেল।

১৪ বছরের টেস্ট কেরিয়ারে প্রচুর রেকর্ড গড়েছেন কিং কোহলি। এবার দেখে নেওয়া যাক, বিরাটের রোজগার কত?

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগার করেন কোহলি।

ক্রিকেটের পাশাপাশি আর্থিক সম্পত্তিতেও ফুলেফেঁপে উঠেছেন বিরাট কোহলি।

কী নেই তাঁর কাছে? বিলাসবহুল আবাসন, কোটি-কোটি টাকার গাড়ি, হোটেল ব্যবসা এবং আরও কত কিছু।

ক্রিকেট ছাড়া বিরাট কোহলির আয়ের উৎস কী? আসুন জেনে নেওয়া যাক।

BCCI এর সঙ্গে A+ চুক্তিতে থাকায়। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫০ কোটি টাকা।

৩০টিরও বেশি ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট পোর্টফোলিওর মালিক কোহলি। বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদদের মধ্যে একজন।

১০,০০০ বর্গফুট, মূল্য ৮০ কোটি টাকা, একটি বার, ব্যক্তিগত আর্ট গ্যালারি এবং সুইমিং পুল সহ ভিলা রয়েছে গুরগাঁওয়ে।

মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট ৭,০০০ বর্গফুট, যার মূল্য ৩৪ কোটি টাকা, একটি বিলাসবহুল সুইমিং পুল এবং চমৎকার সাজসজ্জা সহ।