19 june, 2023
BY- Aajtak Bangla
লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ সফর, প্রস্তুতিতে মগ্ন বিরাট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। টিম ইন্ডিয়া এরপর এশিয়া কাপও খেলবে।
তবে এর মাঝে এক মাসের ছুটি পেয়েছেন বিরাট কোহলিরা। সেই ছুটি উপভোগ করছেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
বিরাট কোহলিকে দেখা গেল জিমে ঘাম ঝড়াতে। নানা ধরনের ড্রিল করছেন কিং কোহলি।
আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন তারকা ব্যাটার।
ছোট ছোট তিনটি ভিডিও শেয়ার করে ভক্তদের মন জয় করে নিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার।
গতকালই বিরাটের আয় নিয়ে বেশ চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রচুর টাকা আয় করেন কোহলি।
একটা পোস্টেই ৮.৯ কোটি টাকা পান কোহলি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বিপুল রোজগার করেন ভারতীয় দলের তারকা।
ব্যাট হাতেও বেশ ভালো ছন্দে রয়েছেন কোহলি। আইপিএল-এ দারুণ পারফর্ম করার পর WTC ফাইনালেও ভালো খেলেছেন তিনি।
Related Stories
এই পরিচালকের সঙ্গে ডেট টিম ইন্ডিয়ার তারকার, নিজেই জানালেন সম্পর্কের কথা
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO