13 October, 2023

BY- Aajtak Bangla

 মাঠকর্মীকে উপহার বিরাট-রোহিতদের, দিল্লির দিল জিতল টিম ইন্ডিয়া

 মাঠকর্মীকে উপহার বিরাট-রোহিতদের, দিল্লির দিল জিতল টিম ইন্ডিয়া

চার দশক ধরে নিষ্ঠাভরে নিজের কাজ করে চলেছেন বিনোদ কুমার। এবার সেই পরিষেবার প্রতিদান পেলেন বিনোদ। 

অরুণ জেটলি স্টেডিয়ামের সাজঘর সহায়ক বিনোদ কুমারের হাতে ভারতীয় দলের জার্সি দিলেন ক্রিকেটাররা।

বুধবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচের পরেই সাজঘরে বিনোদ কুমারের হাতে এক বিশেষ জার্সি তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার তরফে। 

আফগানিস্তান ম্যাচই সাজঘর সহায়ক হিসাবে বিনোদের শেষ দিন ছিল। সেইদিনেই তাঁর চার দশকের পরিষেবাকে সম্মান জানাতে এক সই করা জার্সি টিম ইন্ডিয়ার তরফে উপহার দেওয়া হয়। 

টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা নয়াদিল্লির ঘরের ছেলে বিরাট কোহলি তাঁর হাতে এই বিশেষ জার্সি তুলে দেন। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়।

ম্যাচে ভারতীয় দল কিন্তু দুরন্ত পারফর্ম করে। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত। 

আফগানদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সৌজন্যে যশপ্রীত বুমরার বোলিং এবং অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং। বুমরার চার উইকেট আফগানদের ২৭২ রানে সীমাবদ্ধ রাখে। 

২৭৩ রান তাড়া করতে নেমে ১৫ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। 

একাই ১৩১ রানের ইনিংস খেললেন। অস্ট্রেলিয়া ম্যাচের পর আফগানিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। এই ম্যাচ জয়ের ফলে পরপর ২ ম্যাচে বিশ্বকাপে জয় পেল ভারতীয় দল।