14 November 2023

BY- Aajtak Bangla

'ফিট' কোহলির চিট মিলে কী থাকে? বিরাট বললেন...

সাধারণ ভাবে ফিটনেস নিয়ে বেশ সচেতন বিরাট কোহলি। তবে মাঝেমধ্যে সেই রুটিন ভাঙতে কে না চায়। রুটিন ভাঙলে কী খান তারকা ক্রিকেটার?

ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর সঙ্গে একটি ইন্টারভিউতে এই ব্যাপারে মুখ খুলেছিলেন কোহলি। 

সকল ভারতীয়দের মতই কোহলিও একজন খাদ্যরসিক ব্যক্তি। তবে ফিট থাকতে ইচ্ছেমত যা খুশি খেতে পারেন না।

ভোরে উঠে তিনি নিজেই বানিয়ে ফেলেন ২০টি মারি বিস্কুট সঙ্গে ক্রিম আর দুধ দিয়ে স্যান্ডডুইচ ।

সকালে ব্রেকফাস্টে খেতে চান আচারের সঙ্গে ২ প্লেট ছোলে ভাটুরে ।

সঙ্গে থাকবে দিল্লির সর্দার বাজারের থেকে আনা গ্লাস ভর্তি লস্যি।

সব শেষে মিষ্টিমুখ করতে তিনি খাবেন তার বানানো সেই বিশেষ স্যান্ডউইচটি।

ভারত পর পর নয়টি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মুম্বইতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ হবে।

ওয়াংখেড়ের এই ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে বদলার। ২০১৯ বিশ্বকাপে শেষ চারে কিউয়িদের কাছেই হেরেছিল ভারত।